North24Paragana1

Mar 19 2023, 19:35

আইএসএফ থেকে তৃণমূলে যোগদান ২০০০ কর্মীর


উত্তর ২৪ পরগনা: আইএসএফ সাধারণ মানুষদের জন্য কোন উন্নয়ন করে না। বাংলায় যা উন্নয়ন করার তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছে। সেই কারণেই আমরা আইএসএফ দল ছেড়ে তৃণমূলে যোগদান করলাম। আইএসএফের বিরুদ্ধে এমনটাই মন্তব্য করলেন আইএসএফ ছেড়ে তৃণমূলের যোগদান করা কর্মীরা।

রবিবার মিনাখাঁ ব্লকের মিনাখাঁ অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও কুমারজোল অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন জায়গায় রেলি ও ছোট ছোট পথসভা হয়। মিনাখাঁ অঞ্চল ও কুমারজোল অঞ্চলের বিভিন্ন জায়গায় কয়েকশো মোটরবাইক নিয়ে রেলি করেন ও ছোট ছোট পথসভা করেন তৃণমূলের কর্মীরা। এদিন মিনাখাঁ অঞ্চলের পশ্চিম জয়গ্রাম, নলফা, কুমারজোল অঞ্চলের তেঁতুলবেড়িয়া, বরআবাদ,ভটকা সহ বিভিন্ন এলাকা থেকে প্রায় দুই হাজার আইএসএফ কর্মী তৃণমূলের যোগদান করেন। মিনাখাঁ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হাজী আয়ুব হোসেন গাজী, যুব তৃণমূলের সভাপতি শরিফুল হক চৌধুরী, সম্পাদক মমতাজুল হক এর হাত ধরে এদিন বিভিন্ন জায়গায় ছোট ছোট পথসভায় আইএসএফ কর্মীরা তৃণমূলে যোগদান করেন।

যোগদান কারী আইএসএফ কর্মীদের দাবি আইএসএফ একটা সাম্প্রদায়িক দল। ধর্মের নামে ওরা সাধারণ মানুষদের বিভক্ত করছে, ওরা কোন উন্নয়ন করতে পারছে না। বাংলায় শুধু উন্নয়ন করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই আজ আমরা আইএসএফ দল ছেড়ে তৃণমূলে যোগদান করলাম। তৃণমূলে যোগদান করে সাধারণ মানুষদের পাশে দাঁড়াবো।

North24Paragana1

Mar 19 2023, 19:33

বারুনী মেলা উপলক্ষ্যে ঠাকুর বাড়িতে বিজেপি সাংসদ


উত্তর ২৪ পরগনা: বারুনী মেলা উপলক্ষ্যে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এলেন বিজেপির সাংসদ জগন্নাথ সরকার।এদিন তিনি বলেন,"আমি সাংসদ হিসেবে নয়, আমি একজন মতুয়া সম্প্রদায়ের মানুষ হিসেবে পূণ্য অর্জনের জন্য এই তিথিতে ঠাকুরবাড়িতে সামিল হয়েছি।রাজ্য পুলিশের নিরাপত্তা নেই বললেই চলে মতুয়ার মেলায়"।

এদিন তিনি আরও বলেন মানুষ চোরকে চায়না এই ভাষায় আক্রান্ত তৃণমূলকে। আগামী দিনে তৃণমূলের সবাইকে জেলে যেতে হবে দিল্লির।জিতেন্দ্র তিওয়ারি গ্রেফতার প্রসঙ্গে বলেন ,যে দলেই হোক অন্যায় করলে শাস্তি পাবে।

চাকরি চুরি প্রসঙ্গে বলেন,এই সরকার যোগ্যদের চাকরি দেয়নি।টাকার বিনিময়ে চাকরি দিয়েছে।মমতার শুভেচ্ছাবার্তা নিয়ে জগন্নাথ সরকার বলেন,"মমতা যা করে ভোটের জন্য করে। শুধুমাত্র মতুয়ারা নয়, জনতা সব জেনে গিয়েছে"।

North24Paragana1

Mar 19 2023, 16:43

খড়দহ ব্লক INTTUC' র সভাপতি বদল


উত্তর ২৪ পরগনা: তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক স্তরে সম্প্রতি বিভিন্ন স্তরের পদাধিকারীদের হুঁশিয়ারী দিয়েছেন দলের সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। দলীয় কর্মীদের পক্ষ থেকে সংগঠনকে আরো ঢেলে সাজানোর পদ্ধতি শুরু হয়েছে। ঠিক সেইভাবেই দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি সোমনাথ শ্যাম, খড়দহ শহর INTTUC র দায়িত্ব দিলেন গোপাল সাহাকে ও খড়দহ ব্লক INTTUC সংগঠনের দায়িত্ব দিলেন পিন্টু বিশ্বাসকে। খড়দহের বিধায়ক তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতা শোভনদেব চট্টোপাধ্যায়কে সামনে রেখে শ্রমিকদের স্বার্থে পঞ্চায়েত ভোটের আগে এগিয়ে যাওয়ার বার্তা দিচ্ছেন নব বির্বাচিত দুই সভাপতি।

   

    পদ পাওয়ার পরই খড়দহ বিধায়কের প্রধান কার্যালয়ে দুই সভাপতিকে নিয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন তৃণমূল কংগ্রেসের কর্মীরা।

North24Paragana1

Mar 19 2023, 16:42

অগ্নিদত্ত অবস্থায় মৃতদে উদ্ধার করল অশোকনগর থানার পুলিশ


উত্তর ২৪ পরগনা: অশোকনগর ১৭ নম্বর ওয়ার্ডে ভারতী স্কুলের পাশেই অলক কুন্ডুর বাড়ি তার স্ত্রী রুপা কুন্ডু একাই থাকতো বাড়িতে। কর্মসূত্রে অলোক কুন্ডু বাইরে থাকতে। আজ সকালে পাড়ার প্রতিবেশীরা দেখে রুপা কুন্ডু বাড়ি থেকে বেরোচ্ছে না এবং ঘরের ভিতর থেকে ওরা গন্ধ বেরোচ্ছে তৎক্ষণাৎ পাড়ার প্রতিবেশীরা দরজা ভেঙে দেখতে পায় অগ্নিদত্ত মৃতদেহ পড়ে রয়েছে মাটিতে। এবং পাশেই পড়েছিল ৫ লিটারের কেরোসিনের যার। এবং আধার কার্ড প্যান কার্ড টেবিলের উপর রাখা ছিল। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় অশোকনগর থানা পুলিশকে। পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে নিয়ে যায় রাজ্য সাধারণ হাসপাতালে। পাড়ার প্রতিবেশীদের দাবি দীর্ঘদিন ধরে কোন সন্তান না হওয়াতে মানসিক অবসাদে আত্মহত্যা করেছে।

North24Paragana1

Mar 19 2023, 14:31

জাতীয় পতাকা উদ্ধার করল বারাসাত থানার পুলিশ


উত্তর ২৪ পরগনা: দেশের জাতীয় পতাকা দিয়ে পৌরসভার আবর্জনার গাড়ি বাঁধা ছিল।খবর পেয়ে পতাকা উদ্ধার করল বারাসাত থানার পুলিশ।

বারাসাত পৌরসভার ৫ ওয়ার্ডের ছোটবাজার সংলগ্ন সুরেন্দ্রনাথ কলোনির রাস্তার পাশে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা গাড়িতে আবর্জনা বোঝাই করেছে। সেই আবর্জনা যাতে না ছড়ায় সে কারণে আবর্জনায় ফেলা জাতীয় পতাকা দিয়ে বেঁধে রাখে পৌরসভার ভ্যাটের ভ্যান চালক। সেই দৃশ্য চোখে পড়তেই বাসিন্দারা সংবাদ মাধ্যমকে খবর দেয়।

সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা বারাসাত থানার পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে উদ্ধার করে জাতীয় পতাকা। স্থানীয় কাউন্সিলর কনিকা রায় চৌধুরী বলেন, "ভ্যাটের ভ্যান চালক নিরক্ষর ।সে বুঝতে পারেননি। যিনি আবর্জনার মধ্যে দেশের জাতীয় পতাকা ফেলেছেন তিনি ঠিক করেননি"। ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন বাসিন্দা ।

North24Paragana1

Mar 18 2023, 19:13

ঠাকুরনগর ঠাকুরবাড়িতে গোষ্ঠী দ্বন্দ প্রকাশ্যে


উত্তর ২৪ পরগনা: দীর্ঘ দু'বছর ঠাকুরনগরে দেখা যায়নি ভক্তদের ভিড় ।এ বছরের ঠাকুরনগর মেলায় মানুষের উপচে পড়া ভিড় ।তারই মধ্যে এক দলপতি ছেলেকে মারধরের অভিযোগ শান্তনু ঠাকুরের অনুগামীদের বিরুদ্ধে। যে দলপতির ছেলে আক্রান্ত তিনি জানিয়েছেন, দীর্ঘ কয়েক বছর ধরে ঠাকুরনগরে আসা যাওয়া করেন।শুধু তাই নয় মমতাবালা ঠাকুরের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে তাদের। আর ছেলের সামনে ই ঠাকুরনগর নাট মন্দিরের মধ্যে থাকা, মমতা ঠাকুরের ছিঁড়ে ফেলা হচ্ছিল শান্তনু ঠাকুরের সামনে।

এই দলপতির ছেলে জানিয়েছেন আর ও সেই ফ্লেক্স ছেঁড়া বিষয় টা দেখে ফেলেছেন যে কারণের জন্য তাকে শান্তনু ঠাকুরের অনুগামীরা মারধর করে। পরবর্তীতে দেখা যায় তিনি মমতা ঠাকুরের কাছে অভিযোগ জানান। পাশাপাশি, তিনি থানায় লিখিত অভিযোগ জানানোর কথা জানিয়েছেন। এই প্রসঙ্গে মমতা বালা ঠাকুরের সাথে কথা বলতে গেলে তিনি জানিয়েছেন, যারা এই মতুয়া ভক্তের গায়ে হাত দিয়েছে মারধর করেছে তাদের উপযুক্ত শাস্তি চাই।

North24Paragana1

Mar 18 2023, 16:32

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে গ্রেফতার এক


উত্তর ২৪ পরগনা: কল্যানী AMS এ চাকরি দেবার নাম করে ভাটপাড়া 4 ওয়ার্ডের বাসিন্দা রণজিৎ প্রাসাদ সাউ বেশ কয়েক জনের কাছ থেকে টাকা তোলেন। কিন্তু চাকরি না পাওয় গতকাল ভাটপাড়া থানা ঘেরাও করে অভিযোগ জানানো হয়।আজ ভাটপাড়া থানার পুলিশ রণজিৎ প্রসাদ সাউকে গ্রেফতার করে ব্যারাকপুরআদালতে পেশ করল।

North24Paragana1

Mar 18 2023, 16:30

কলকাতা পুলিশের পর ফের মানবিক জেলা পুলিশ,অসুস্থ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে চিকিৎসা করিয়ে বাড়ি পৌঁছে দিল


উত্তর ২৪ পরগনা: এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী কে খরদহ থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজকুমার সরকার,আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করে টিটাগড় অ্যংলো ভারনা হাইস্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অঞ্জলি কাহার বেরোনোর সময় অসুস্থ হয়ে মাথা ঘুরিয়ে পড়ে যায় স্কুলের গেটের সামনে।সেই সময় ওই জায়গায় পেট্রোলিং ডিউটি করছিলেন খড়দহ থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজকুমার সরকার।

তৎক্ষণাৎ সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে নিজের পুলিশের গাড়ি করে খড়দহ বলরাম হাসপাতালে চিকিৎসা করে পানিহাটি ফাঁড়ি বাগান এলাকায় পরিবারের লোকের হাতে ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে পৌঁছে দেন।পুলিশের এই মানবিক কাজে যথেষ্ট খুশি অসুস্থ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর পরিবারের লোকজন সহ এলাকার বাসিন্দারা।

North24Paragana1

Mar 18 2023, 16:25

*Didir Suraksha Kawach,Anchale Ek Din campaign* on 18.03.2023.


MLA Partha Bhowmick visited Shibdaspur Gram Panchayat where he began his Anchale Ek Din programme by offering prayers at a local temple followed by his interaction with the locals to know their needs and concerns. He also visited a primary school where he took stock of the mid-day meal preparation and also held a meeting with the authorities. Later he attended a community lunch followed by his meeting with the party members at North 24 Parganas.

North24Paragana1

Mar 18 2023, 16:22

বারুনি মেলা উপলক্ষে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মতুয়া ভক্তদের ভিড়


উত্তর ২৪ পরগনা:বারুনি মেলা উপলক্ষ্যে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মতুয়া ভক্তদের ভিড়৷ মধুকৃষ্ণ ত্রয়োদশী তে অনুষ্ঠান করতে লক্ষ লক্ষ ভক্তরা করে আসেন এখানে ৷আগামীকাল রাত ৮. ৪৫ থেকে এই পূর্ণ স্থান শুরু হবে ৷সেই উপলক্ষ্যে দলে দলে ঠাকুরবাড়িতে আছেন ভক্তরা৷২১২ তম এবারের মেলা৷৫০ লক্ষ মানুষ এবার আসবে ঠাকুরবাড়িতে ৷